মশিউর রহমান রাঙ্গাসহ ১৬ জনের দেশত্যাগ নিষেধাজ্ঞা


আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রসহ ১৬ জানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
অন্য যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা হলেন সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে রায়হান কবির, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ ও তার স্ত্রী তারানা আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান, তার স্ত্রী বিপলী রায়, মেয়ে ঈশানি সাধু খান ও নৈঋতা সাধু খান, রংপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, তার ছেলে রাফাত রহমান জিতু, ছেলের স্ত্রী শাকিলা খানম কাঁকন ও মেয়ে মালিহা তাসনিম জুই, কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী সাদিয়া সাবা এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান দুদকের পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথক নির্দেশে নিষেধাজ্ঞা জারি করেন।
দুদকের বিভিন্ন কর্মকর্তা যারা অনুসন্ধান কাজে নিয়োজিত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব নির্দেশ দেওয়া হয়।
আবেদনগুলোতে বলা হয়েছে, যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে তারা স্ব স্ব পদে কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে ও বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। যা নিজেরা ও পরিবারের সদস্যদের ভোগ দখলে রেখেছেন। প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে। অনুসন্ধান কালে জানা গেছে, অভিযুক্তরা যে কোনো সময় দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।