শিরোনাম

এমন বিরল ঘটনা ঘটল শুধু পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেই

এমন বিরল ঘটনা ঘটল শুধু পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেই

পাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।

বাংলাদেশ সময় আজ সকালে ফ্লোরিডার লডারহিলে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারণী এই ম্যাচে ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক পর্যায়ে ছিল ১৬.৫ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান। ১৭তম ওভারের প্রথম বলে হারিস রউফকে লং অনে ঠেলে সিঙ্গেল নিয়ে স্বেচ্ছায় আউট হয়েছেন চেজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম টেস্ট খেলুড়ে দলের ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউটের ঘটনা ঘটালেন তিনি। এমনকি আইসিসির দুই পূর্ণ সদস্যের দেশ মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে, এমন ম্যাচে এবারই প্রথম ঘটেছে স্বেচ্ছায় আউটের ঘটনা।

আইসিসির পূর্ণ সদস্যরে দলের ম্যাচে স্বেচ্ছায় আউটের ঘটনার রেকর্ড এত দিন ছিল কেবল একটি। অ্যান্টিগায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার নিকোলাস ডেভিন রিটায়ার্ড আউট হয়েছিলেন। ডেভিন সেবার ১৬ বলে ১৮ রান করেছিলেন। এই তালিকায় আজ যোগ হলো পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে ১২ বলে ২ চারে ১৫ রান করেছেন চেজ।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চেজ আজ ব্যাটিংয়ে নামেন পাঁচ নম্বরে। হাতে ৭ উইকেট নিয়ে শেষ ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৮০ রান। এমন পরিস্থিতিতে যেখানে বিধ্বংসী ব্যাটিং প্রয়োজন, সেখানে চেজ এগোতে থাকেন কচ্ছপ গতিতে। ১২ বলে ১৫ রান করে যখন রিটায়ার্ড আউট হয়েছেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ ৩ ওভারে ৪১ রানের সমীকরণের সামনে এসে পড়ে ক্যারিবীয়রা। উইন্ডিজ ১৩ রানে হেরে খুইয়েছে টি-টোয়েন্টি সিরিজটা। পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ৫৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন দলটির বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ।

টি-টোয়েন্টিতে এমন অভিজ্ঞতা চেজের হয়েছে দ্বিতীয়বার। এ বছরের জানুয়ারিতে আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি।

এমআই এমিরেটসের বিপক্ষে ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করে আউট হয়েছিলেন তিনি। চেজের দল আবুধাবি এই ম্যাচে ৪২ রানে জিতেছিল।

আরও পড়ুন:

এবার আর পারল না উইন্ডিজ, সিরিজ পাকিস্তানের



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button