শিরোনাম
খুলনায় ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাকোন হাত কী কাজে ব্যবহার করতেন নবীজিনাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্নবিআইডব্লিউটিসিতে যোগ হচ্ছে ১৮ নৌযান, জানালেন উপদেষ্টা সাখাওয়াতলন্ডনের রাস্তায় তামাক ও পানের পিক, অভিযোগের তীর ভারতীয় অভিবাসীদের দিকেপিরোজপুরে বাড়ি থেকে ডেকে নেওয়া ট্রলারচালকের ইট বাঁধা লাশ মিলল খালেসাবেক প্রধান বিচারপতি ও রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদনইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারের দাবিতে রাবিতে বিক্ষোভশেখ হাসিনাকে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ বলতে শুনেছেন সাক্ষী ইমরানকাঁচা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

মেরুদণ্ড না থাকলে কীভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, প্রশ্ন ইসি সচিবের

মেরুদণ্ড না থাকলে কীভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, প্রশ্ন ইসি সচিবের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল রোববার বলেছে নির্বাচন কমিশনের (ইসি) মেরুদণ্ড নেই। বিষয়টি নজরে আনলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ পাল্টা প্রশ্ন করেন, মেরুদণ্ড না থাকলে সোজা হয়ে দাঁড়িয়ে আছি কীভাবে?

আজ সোমবার (৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গতকাল রোববার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে। দিন দিন এ ইলেকশন কমিশনকে যত দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন।’

এ বিষয়টি আজ নজরে আনলে ইসি সচিব বলেন, ‘মেরুদণ্ড না থাকলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি কীভাবে? রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না। আমার এরিয়াটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। প্রথম উত্তরটা যদি নেন, তাহলে এখন পর্যন্ত তো দাঁড়িয়ে আছি এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি।’

তিনি প্রশ্ন রাখেন, ‘আমি যদি ইসির অংশ হয়ে থাকি, তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটাকে কি মনে হয় না যে আমার মেরুদণ্ড আছে?’

আস্থার ঘাটতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আস্থার বিষয়টি হচ্ছে আমি কতটুকুতে খুশি হব এটি নিজের ব্যাপার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনাদের মাধ্যমে তো আমরা সবকিছু জানাচ্ছি। যতটুকু সম্ভব সব তথ্যই আপনাদেরকে আমরা দেই। আপনাদের প্রশ্ন এবং পূরক প্রশ্নেরও জবাব দেই।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button