শিরোনাম
সুবিধাবঞ্চিত জুলাই শহীদের স্ত্রী-সন্তানভারত-ইংল্যান্ড টেস্টে আম্পায়ারদের দিকে অভিযোগের আঙুল ব্রডেরপশ্চিমাদের প্রস্থানে ইরাকের তেল বাণিজ্যে আধিপত্য বাড়ছে চীনা কোম্পানিরসাংস্কৃতিক সংগঠক কামাল পাশাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত: ট্রাম্পের উপদেষ্টা‘সালাহ উদ্দীন, সুজনদের মতো বড় কোচদের না আসাটা ক্ষতি’শ্রীপুরে শহরের সড়কে হাঁটুপানি, বড় বড় গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল৬ হাজার বছর আগের দুই বোনের ‘হাইপাররিয়েলিস্টিক’ মুখাবয়ববাংলাদেশিদের ভিসা বন্ধের এক বছর, কলকাতায় ‘মিনি বাংলাদেশ’-এর ক্ষতি ১০০০ কোটি রুপিখুবি ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে শিক্ষার্থীরা

উল্টো পথে অটোরিকশা, লরির চাপায় নিহত ৩

উল্টো পথে অটোরিকশা, লরির চাপায় নিহত ৩

ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাইপাইল থেকে উল্টো পথে আসা অটোরিকশাটি রাস্তায় পানি জমে থাকা একটি গর্তে পড়ে উল্টে যায়। এ সময় একটি লরির পেছনের চাকায় চাপা পড়ে রিকশার যাত্রীরা। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

দুর্ঘটনার পর স্থানীয়রা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button