শিরোনাম
‘ঈদ ডাবল খুশি অফার’-এর ১৭ বিজয়ীর মাঝে বিদেশ ভ্রমণের কুপন হস্তান্তর করল যমুনা ইলেকট্রনিকসবিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি সাঁতারুর ক্যারিয়ার-সেরা টাইমিংনির্বাচন ভন্ডুল করলে মৃত্যুদণ্ড, মিয়ানমারে জান্তা সরকারের নতুন আইননভোএয়ারে পরিচালক হিসেবে যোগ দিলেন সোহেল মজিদশেখ হাসিনা-নিজাম হাজারীসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিটএআই চিপে নজরদারির শঙ্কা, এনভিডিয়াকে তলব করল চীন৫ কোটি টাকা জব্দ করল সিআইডিসালিসে না ডাকায় নারীর শ্লীলতাহানি, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধেপেহেলগামের ঘটনা ভুলে গেলে কি চলবে, প্রশ্ন ভারতীয় ক্রিকেটারেরপিএসসি-দুদক-সিএজি ও ন্যায়পাল নিয়োগের বিধান থাকবে সংবিধানে, সিদ্ধান্ত কমিশনের

আমতলীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

আমতলীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীফবাড়ী স্ট্যান্ডে যাত্রীবাহী জেএইচ ক্লাসিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে বরিশাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুয়াকাটা থেকে জেএইচ ক্লাসিকের যাত্রীবাহী বাস পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীফবাড়ী স্ট্যান্ডে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে ওই বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হন। গুরুতর আহত অপরাজিতা (খুলনা), সুলতানা পারভীন (কুমিল্লা), নাহিদা সুলতানা (জয়পুরহাট), নুসরাত জাহান (খুলনা), রণজিৎ ও দুলাল চন্দ্রকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক অপরাজিতা, রণজিৎ ও সুলতানাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত যাত্রী সুলতানা পারভীন বলেন, ‘কুয়াকাটা ভ্রমণ শেষে গ্রামের বাড়ি যেতে কুয়াকাটা থেকে গাড়িতে উঠি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তিদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেছি।’

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button