সাভারে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ


সাভারে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৭: ০১
প্রতীকী ছবি
ঢাকার সাভারে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম শারুখ হাসান রাসেল (৩০)। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ গ্রামের শহীদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার পর কোনো একসময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল সেতুর ওপরে কেউ তাঁকে ছুরিকাঘাত করে। সেখানে পড়ে থাকতে দেখে পথচারীরা রাতেই তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সামাদ মল্লিক আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাতে উলাইল সেতুতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কারা তাঁকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। কাছে থাকা পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম শারুখ হাসান রাসেল। তবে তাঁর প্রকৃত পরিচয় ও স্বজনদের খোঁজ জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মামলা রুজু করা হবে।