শিরোনাম
সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, প্রয়োজনে আবারও আলোচনায় বসবে কমিশন: আলী রীয়াজজামাতে নামাজ আদায়ের ৪ উপকারিতামির্জা ফখরুল ও সাদিক কায়েমের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ এবং সায়েরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাহিদেরবিলম্বিত ট্রেনে যেভাবে রাউলিংয়ে মাথায় আসে হ্যারি পটারের প্লট‘মাঠকর্মীদের সঙ্গে ঝগড়ায় ভারতের কোচের কোনো দোষ নেই’বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রবিবিসির প্রতিবেদন /ট্রাম্পের শুল্কে বড় ধাক্কা খাবে ভারতের পোশাকসহ রপ্তানি খাতসৈয়দপুরে আকাশমণি গাছে ঝুলছিল তরুণের মরদেহঢাকা মেডিকেলে সহযোগীসহ ভুয়া চিকিৎসক আটকজুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে শাহবাগে শহীদ পরিবার ও আহতদের অবস্থান কর্মসূচি

যশোরে সোনার ২ বারসহ চোরাকারবারি আটক

যশোরে সোনার ২ বারসহ চোরাকারবারি আটক

যশোরে সোনার দুটি বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদরের চুড়ামনকাটি মুরাদগড় বাজার এলাকায় মাহমুদ প্রোফেন রিফুয়েলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক চোরাকারবারি জাহিদ মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দির দোপপাড়ার বাসিন্দা।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বুধবার সকালে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের মাহমুদ প্রোফেন রিফুয়েলিং স্টেশন এলাকার রাস্তার ওপর থেকে ৪২০ গ্রাম ওজনের ২টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করে।

আটক জাহিদ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। তিনি ঢাকার দোলাইরপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল যাচ্ছিলেন।

আটক করা সোনার মূল্য ৬১ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button