[ad_1]
যশোরে সোনার দুটি বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদরের চুড়ামনকাটি মুরাদগড় বাজার এলাকায় মাহমুদ প্রোফেন রিফুয়েলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক চোরাকারবারি জাহিদ মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দির দোপপাড়ার বাসিন্দা।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বুধবার সকালে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের মাহমুদ প্রোফেন রিফুয়েলিং স্টেশন এলাকার রাস্তার ওপর থেকে ৪২০ গ্রাম ওজনের ২টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করে।
আটক জাহিদ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। তিনি ঢাকার দোলাইরপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল যাচ্ছিলেন।
আটক করা সোনার মূল্য ৬১ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]