শিরোনাম

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ছাড়াল ২০ হাজার, আরও এক মৃত্যু

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ছাড়াল ২০ হাজার, আরও এক মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৯৩ জন ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৬।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া নারী (৫০) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ৪৬ ও ৬০ জন, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৫২, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন রোগী ভর্তি হয়েছে।

সরকারের পরিসংখ্যান বলছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩৭ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

জুলাই মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button