বিপিএল আয়োজনে আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে বিদেশিই চারটা


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিপিএল আয়োজনে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে আগ্রহ জানতে চেয়ে ১০ জুলাই বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। বিজ্ঞপ্তিতে সাড়া দেওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো অ্যাপেক্স স্পোর্টস কনসালটিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজে গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্ট গ্রুপ। অ্যাপেক্স স্পোর্টস কনসালটিং সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আইএমজির কাজ করার অভিজ্ঞতা রয়েছে আইপিএলে। এছাড়া ভারতের রিয়েল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস বিসিবির সঙ্গে টেলিভিশন প্রোডাকশনে কাজ করেছে।
আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে আইপিএজে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আরেকটি প্রতিষ্ঠান। একমাত্র বাংলাদেশি হচ্ছে বাংলাদেশের ট্রান্সপোর্ট গ্রুপ। পাঁচ প্রতিষ্ঠানের মধ্য থেকে বিসিবি একটি সংক্ষিপ্ত তালিকা করবে। তাদের কাছে বিস্তারিত প্রেজেন্টেশন ও অর্থনৈতিক ব্যাপারের হিসেব চাওয়া হবে। এরপর বিপিএল গভর্নিং কাউন্সিল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব চূড়ান্তভাবে একটি প্রতিষ্ঠানকে দেবে।
ডিসেম্বর–জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। আগস্টের মধ্যে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বিসিবির। প্লেয়ার্স ড্রাফট হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ১১ বিপিএলের মধ্যে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া। সবশেষ ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার বিপিএল শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।