শিরোনাম

এনসিপি তরুণদের ক্ষমতায় আনতে চায়: নাহিদ ইসলাম

এনসিপি তরুণদের ক্ষমতায় আনতে চায়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘তরুণদের নেতৃত্ব ও তাদের ক্ষমতায় আনতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানে যে রকম দেশের মানুষদের হতাশ করেনি ছাত্র-জনতা, ঠিক তেমনি আগামী বাংলাদেশের মানুষদেরও হতাশ করবে না।’

আজ সোমবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি আগামীর নতুন দিনের বার্তা নিয়ে কাজ করছে, বিগত দিনের রাজনীতি মানুষকে মুক্তি দেয়নি। নতুন ধারার রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চায় এনসিপি।

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, ফুলবাড়িয়া উপজেলা সমন্বয়কারী মনজুরুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী মো. সানাউল্লাহ, হিমেল হাসান রাসেল, ইঞ্জিনিয়ার ওমর শরিফ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button