শিরোনাম

সিরাজগঞ্জে পিস্তল উঁচিয়ে ট্রাকে চাঁদাবাজি, পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জে পিস্তল উঁচিয়ে ট্রাকে চাঁদাবাজি, পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Ajker Patrika

সিরাজগঞ্জে পিস্তল উঁচিয়ে ট্রাকে চাঁদাবাজি, পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২০: ৫৪

Photo

সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে আজ সোমবার বিকেলে ট্রাক আটকে চাঁদাবাজির সময় পিস্তলসহ আটক যুবক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে ট্রাক আটকে পিস্তল উঁচিয়ে চাঁদাবাজির সময় মো. মানিক ওরফে কালা মানিক (৩৫) নামের এক যুবককে পিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে আহত অবস্থায় একটি পিস্তল ও দুটি গুলিসহ পুলিশ তাঁকে আটক করে। আজ সোমবার বিকেলে সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মানিক জেলার চকবয়রা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। আজ বেলা ২ থেকে ৩টার দিকে বিএসএল নামের একটি কোম্পানির নির্মাণসামগ্রী (ইটের খোয়া ও পাথর) বোঝাই ট্রাক প্রবেশ করে। এ সময় মানিকসহ ৫-৭ জন এসে ট্রাকটি আটকে চাঁদা দাবি করেন। এ সময় ট্রাকচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে মানিক পিস্তল বের করে চালককে ভয় দেখিয়ে গুলি করার চেষ্টা করেন। চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মানিক পালানোর চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী তাঁকে ধরে ফেলেন এবং মারধর করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যদের কাছে সোপর্দ করেন।

ডিবির উপপরিদর্শক (এসআই) নাজমুল আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন তাঁকে মারধর করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করি।’

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিনসহ মানিককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button