শিরোনাম

ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি

ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের সংলাপ চলাকালে ফায়ার অ্যালার্ম আকস্মিক সক্রিয় হয়ে পড়ে। আজ সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ ঘটনা ঘটে। বিষয়টি তদন্তের জন্য অ্যাকাডেমি সরকার আজ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

ফরেন সার্ভিস অ্যাকাডেমির পরিচালক আরশুদা খানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ চারজন সদস্য হিসেবে আছেন। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাকাডেমিতে কর্তব্যরত কর্মচারীবৃন্দ অ্যালার্মের সম্ভাব্য উৎসস্থল পরিদর্শন করেন এবং কারণ অনুসন্ধান করেন। প্রাথমিক তদন্তে কোথাও কোনো ধরনের আগুন বা ধোঁয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি অধিকতর খতিয়ে দেখার সিদ্ধান্ত গৃহীত হয়।

অ্যাকাডেমির মূল ভবনের শাপলা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০ তম আলোচনার সময় ঘটনাটি ঘটে। অ্যালার্ম বাজার কিছুক্ষণ পরে অল্প সময়ের জন্য সংলাপ স্থগিত করা হয়। পরে আবার সংলাপ শুরু হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, যেহেতু ঘটনাটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সকলে দেখছেন, সকলের জানা দরকার আসলে কী ঘটেছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button