তুরাগে সবজির ভ্যানে ৩১২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২ যুবক


রাজধানীর তুরাগে সবজির ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিলো ৩১২ বোতল ফেনসিডিল। এসব ফেনসিডিলসহ নাগর হোসেন (২২) ও মো. শিমুল (২১) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুরাগের ধউর চেকপোস্ট থেকে আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার শেরের হোদা গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নাগর হোসেন ও সোহেল রানার ছেলে শিমুল।
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তুরাগের ধউর চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালিয়ে ৩১২ বোতল ফেনসিডিলসহ নাগর হোসেন ও শিমুল নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবজির ভ্যানে করে এসব ফেনসিডিল চুয়াডাঙ্গা থেকে গাজীপুরের টঙ্গী নিয়ে যাচ্ছিল।
তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া নাগরের বিরুদ্ধে ৭টি ও শিমুলের বিরুদ্ধে পূর্বেও পাঁচটি মাদক মামলা রয়েছে। তারা পেশাদার মাদক কারবারি।’
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানা মামলা করা হয়েছে বলেও জানান ওসি মনির।