স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন


সিরাজগঞ্জের কামারখন্দে মোছা. আমেনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার মেঘাই ভদ্রঘাট মধ্যপাড়া গ্রামে নিজ ঘরে বাঁশের ধর্ণার সঙ্গে ঝুলছিলো ওই নারীর মরদেহ।
আমেনা খাতুন ওই এলাকার ব্যাটারিচালিত ভ্যানচালক মো. শফিকুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী ও সন্তানেরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
ভদ্রঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, রাতে খাবার খেয়ে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে আমেনা খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পরিবারের লোকজন তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটে রেখে পালিয়ে যান।
সোমবার দুপুরে এ বিষয়ে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ওই বাড়িতে এসেছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’