শিরোনাম
গণমাধ্যমকর্মীদের নীতিমালা প্রত্যাখ্যান করল আরএফইডি, সংশোধনের আহ্বানগাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধারইরানি বিক্ষোভকারীর সঙ্গে বন্ধুত্বে বেঁচে ফেরেন মার্কিন, প্রতিদান দেন তিনিওকাবার পাশে ফিলিস্তিনি পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়লন্ডনে ট্রান্স অধিকার কর্মীদের বিক্ষোভে ‘অস্ত্র ধরার’ ডাকপানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধেদুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরের‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সোনা-অর্থ লুটের অভিযোগএনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায়পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

মাইলস্টোনে খোলা হয়েছে কাউন্সেলিং সেন্টার

মাইলস্টোনে খোলা হয়েছে কাউন্সেলিং সেন্টার

Ajker Patrika

মাইলস্টোনে খোলা হয়েছে কাউন্সেলিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৯: ২১

Photo

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর সদস্যরা আলামত সংগ্রহের কাজ করেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটির যেসব শিক্ষার্থী ও অভিভাবক মানসিকভাবে অসুস্থ হয়েছে, তাদের জন্য স্কুল চত্বরে খোলা হয়েছে তিনটি পৃথক কাউন্সেলিং সেন্টার। এখানে অভিজ্ঞ পরামর্শকেরা শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিচ্ছেন।

এদিকে প্রতিষ্ঠানটিতে চলছে দুর্ঘটনাপরবর্তী শেষ মুহূর্তের আলামত সংগ্রহের কাজ। আজ রোববার (২৭ জুলাই) সকালে বিমানবাহিনীর সদস্যদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন ও এর আশপাশ থেকে আলামত সংগ্রহ করতে দেখা যায়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিমানবাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করেন। ছবি: আজকের পত্রিকা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিমানবাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করেন। ছবি: আজকের পত্রিকা

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতি নেই। তবে বাইরে ভিড় করছেন উৎসুক মানুষ। দুর্ঘটনার পর কয়েক দিন জনসাধারণের প্রবেশ নিষেধ থাকলেও আজ থেকে কেউ বাধা ছাড়াই ভেতরে প্রবেশ করতে পারছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজ থেকে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানানো হবে—কবে থেকে ক্লাস শুরু হবে। ইতিমধ্যে শিক্ষক ও কর্মচারীরা ক্যাম্পাস স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।

দুর্ঘটনার পর থেকে বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ধীরে ধীরে কার্যক্রম স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button