শ্রাবণে পাঁঠার মাংস খেয়ে তোপের মুখে তনুশ্রী বললেন—ধর্ম নয়, আগে মানুষ


বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্যগ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
ভিডিওটিতে দেখা যায়, শ্রাবণ মাসের উপবাস ভাঙার পর তিনি খাচ্ছেন মাটন, কালি ডাল ও ভাত—আর এতেই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। একজন ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, ‘Shravan….. fast….. mutton… fat….. #respect’—সঙ্গে জুড়ে দেন একটি হাসির ইমোজি।
তবে তনুশ্রী এই কটাক্ষের জবাব দিতে দ্বিধা করেননি। পাল্টা জবাবে তিনি লেখেন, ‘বাংলায় এভাবেই উপবাস করা হয়। আমরা সন্ধ্যা পর্যন্ত শুধু জল পান করে উপবাস করি। সূর্যাস্তের পর দেবীকে নিবেদন করা ভোগ খাই, যা পাঁঠার মাংস দিয়ে তৈরি হয়। সবার সংস্কৃতি এক নয়, তাই সবাইকে একভাবে বিচার করাও উচিত নয়। পুরো ভিডিওটা দেখুন, তারপর মন্তব্য করুন। ধর্মীয় মানুষজন তাদের কদর্য বিচারমূলক মনোভাব নিয়ে চলে এসেছে।’
তিনি আরও জানান, তিনি আয়ুর্বেদিক পদ্ধতি অনুসরণ করে খাদ্যকে ওষুধ হিসেবে দেখেন। সেই দৃষ্টিকোণ থেকে শরীরের সুস্থতার জন্য মাঝে মাঝে মাটন খান।
এই পোস্ট ঘিরে শুরু হওয়া বিতর্কে ধর্মীয় অনুশাসন বনাম সাংস্কৃতিক পার্থক্যের প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। তনুশ্রী দত্ত যেখানে ব্যক্তিগত বিশ্বাস ও ঐতিহ্যের পক্ষেই সওয়াল করেছেন, সেখানে কিছু সমালোচকের মন্তব্যে ধর্মীয় কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে।
তবে এই ঘটনা আবারও প্রমাণ করে, ভারতের মতো বহু সংস্কৃতির দেশে ব্যক্তিগত রুচি, বিশ্বাস ও সংস্কৃতির প্রকাশ আজও বহুক্ষেত্রে ট্রোলিংয়ের শিকার হয়। তবে তনুশ্রীর স্পষ্ট বার্তা—ধর্ম নয়, আগে মানুষ হওয়া শিখুন।