সরকার কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী নয়: ফরিদা আখতার


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু হ্যান্ডেল করতে চাই। কঠিনভাবে দমন করতে চাই না।’
আজ রোববার (২৭ জুলাই) দুপুরে সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে গণ বিশ্ববিদ্যালয় আয়োজিত জুলাই স্মৃতিচারণা ও আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমি বলতে পারি, ইলিশের সরবরাহ বাড়লে বাজারে দাম কমবে। ইলিশের সরবরাহ বাড়লে যদি বাজারে দাম না কমে, তাহলে বুঝতে হবে, এখানে সিন্ডিকেট কাজ করছে। তাহলে বুঝতে হবে, এখানে বাজারব্যবস্থার মধ্যে ত্রুটি আছে। সেটা করার জন্য বাজারে আড়তদারদের সঙ্গে আমরা প্রতিদিন কথা বলছি। আমরা বলছি, এটা কোনো অবস্থাতেই এক কেজির ইলিশ যাতে ১৫০০ টাকার ওপরে না হয়। হাজারের নিচে রাখতে পারলে আরও খুশি হতাম।’
উপদেষ্টা আরও বলেন, সত্যিকারের ইলিশের স্বাদ হয় ৭০০-৯০০ গ্রামের ইলিশের মধ্যে। এটা ওরা বলে আরকি। বড় ইলিশ যারা খেতে চায়, তারা বেশি দাম দিয়ে খাবে। সেটা অন্য ব্যাপার। আমি খুবই চাচ্ছি, ইলিশের সরবরাহ বাড়ুক এবং আমাদের দেশের মানুষ খাক। বিদেশে আমরা পাঠাচ্ছি শুধু দুটো দেশে। সেটা হলো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে।
অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হোসাইনসহ রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।