শিরোনাম
নির্বাচিত প্রতিনিধি না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে না: আমীর খসরুডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯স্কুলছাত্রীর আত্মহত্যা, বাবা-মায়ের বিরুদ্ধে মামলাগ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, এলাকাবাসীর বিক্ষোভশিশুকে কুপ্রস্তাব দেওয়ায় ভ্যানচালককে পুলিশে দিল জনতাজলবায়ু সংকটে মধ্যপ্রাচ্যে যেভাবে উদ্বাস্তু হচ্ছে লাখ লাখ মানুষ১০ ট্রাক অস্ত্র প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীগুলশানে সমন্বয়ক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে একটি গ্রুপ: পুলিশ প্রতিবেদনসঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে নতুন বিরোধ, ভাগ চান কারিশমা কাপুরও১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু হোক এখনই

বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু হোক এখনই

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটি সিটের জন্য প্রতিযোগিতা করে বহু শিক্ষার্থী। তাই যারা এখন উচ্চমাধ্যমিকে পড়ছো, তোমাদের উচিত এখন থেকেই ভর্তির প্রস্তুতি নেওয়া। এতে করে যেমন পড়াশোনায় মনোযোগ বাড়বে, তেমনি ভর্তির সময় মানসিক চাপও কমবে। আসো, কলেজে থাকতেই কীভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া যায়, তার কিছু টিপস জেনে নিই।

লক্ষ্যকে করো স্পষ্ট

ভর্তির সময় অনেক শিক্ষার্থী বুঝতে পারে না, কোন বিষয় বা বিভাগে পড়া উচিত। ফলে প্রস্তুতির ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই আগে থেকেই নিজের লক্ষ্য ঠিক করে ফেলো। একেবারে নিশ্চিত না হয়ে শুধু অন্যের কথা শুনে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্য কোনো কিছু হওয়ার সিদ্ধান্ত নিও না। বিষয়টি যদি তোমার পছন্দ না হয়, তাহলে ভবিষ্যতে তোমারই সমস্যা হবে।

এইচএসসি আগে, তারপর ভর্তি

ভর্তির প্রস্তুতি নিতে গিয়ে অনেকেই এইচএসসি পরীক্ষাকে অবহেলা করে বসে। এটা বড় ভুল। কারণ, ভালো ফল না করতে পারলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কঠিন হয়ে যায়। অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মান বণ্টনে উচ্চমাধ্যমিকের ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত, ভালোভাবে এইচএসসি পাস করা।

ফাঁদ থেকে দূরে থাকো

‘পাস না করলে টাকা ফেরত’ বা ‘চান্স পাওয়ার পর টাকা’—এ ধরনের লোভনীয় পোস্টার বা বিজ্ঞাপন ভর্তি মৌসুমে ফার্মগেট, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এগুলোর একটিও বিশ্বাসযোগ্য নয়। শুধু কোচিং নয়, নানা নামের গাইডবই, প্রস্তুতিসহায়ক সিরিজ, ক্যাপসুল বই ইত্যাদি কেনার জন্যও তোমাকে প্রলুব্ধ করার চেষ্টা চলবে।

সাবধান! এসব ফাঁদে পা না দেওয়াই তোমার জন্য মঙ্গল।

মুখস্থ বিদায়, বুঝে পড়ার অভ্যাস করো

কলেজে মুখস্থ করে পরীক্ষায় পাস করা গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সেই অভ্যাস বদলাতে হবে। ভর্তির প্রশ্নগুলো বুঝে উত্তর দেওয়ার দক্ষতা যাচাই করে। তাই এখন থেকেই চেষ্টা করো বুঝে পড়ার অভ্যাস গড়ে তুলতে। মুখস্থ বিদায় জানাতে যত দেরি হবে, প্রস্তুতিতে তত পিছিয়ে পড়বে।

পথ সহজ নয়—তবে থেমে

যাওয়া চলবে না। যত বাধাই আসুক, হতাশা যতই ঘিরে ধরুক না কেন, নিজের লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যেতে হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button