শিরোনাম
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুদকপুরোনো গাড়ির মেয়াদ বাড়ানোর দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি‘প্রথমেই দেখি এক শিশুর ছিন্নভিন্ন দেহ’, এক শিক্ষার্থীর বয়ানে মাইলস্টোনের বিভীষিকাড. ইউনূসের মানহানি মামলা খারিজের রায় বহালদেশে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফায় ধসজোয়ারের পানিতে তলিয়ে গেছে কুতুবদিয়ার বিভিন্ন এলাকাঢাকার মাদ্রাসা-ই-আলিয়ায় অস্থায়ী আদালত অপসারণ ও হলের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদনাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে পাথরঘাটা পৌরসভা ঘেরাওপ্রথম শতভাগ কার্যকর এইচআইভির ওষুধ, অনুমোদন দিল যুক্তরাষ্ট্রকুপিয়ে স্বামীকে হত্যা, ভারতে পালানোর চেষ্টায় ছিলেন পাপিয়া

আরও ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল মালয়েশিয়া

আরও ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাঁদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। খবর মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার।

গতকাল শুক্রবার বিমানবন্দরের টার্মিনাল-১-এ পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আজ এক বিবৃতিতে এজেন্সির করপোরেট কমিউনিকেশন ইউনিট জানায়, ‘প্রবেশে বাধাপ্রাপ্তদের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি নাগরিক। ভ্রমণের কারণ সন্দেহজনক ও অতীত ভ্রমণ রেকর্ডে অসংগতি থাকায় তাঁদের অভিবাসন পরীক্ষায় উত্তীর্ণ হতে দেওয়া হয়নি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁদের ভ্রমণ নথি, ব্যক্তিগত পটভূমি ও উদ্দেশ্য যাচাই করা হয়। পরবর্তী সময়ে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।’

একেপিএস জানিয়েছে, মানবপাচার ও সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। সংস্থাটি মানবপাচারের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ ও প্রতিরোধমূলক কৌশল হিসেবে এই উদ্যোগকে জোরদার করার কথা বলেছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button