শিরোনাম
ভারত-ইংল্যান্ড টেস্টের শেষ দিনের রোমাঞ্চ কোথায় দেখবেন১০টি বিষয়ে ঐকমত্য এসেছে, তৈরি হয়েছে সনদের প্রাথমিক খসড়া: আলী রীয়াজমিরসরাইয়ে যুবলীগের সাবেক নেতাসহ ২ জনকে গুলিভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটক

হাতীবান্ধায় বিধবাকে কুপিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

হাতীবান্ধায় বিধবাকে কুপিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।

আবেয়া বেওয়া উপজেলার সিংগীমারী ইউনিয়নের আলিমের ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।

হাতীবান্ধা থানায় করা অভিযোগে জানা গেছে, আব্দুল আজিজ মৃত্যুর আগে দুই মেয়ে ও স্ত্রী আবেয়া বেওয়ার নামে সাড়ে ৮১ শতাংশ জমি লিখে যান। সেই জমি চাষাবাদ করে সংসার চালান আবেয়া। তাঁর মেয়েরা তাঁদের শ্বশুরবাড়িতে থাকেন। নিজ গ্রামে বিধবা আবেয়ার একলা থাকার সুযোগে প্রতিবেশী মৃত বছির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন অনেক দিন ধরে তাঁর জমি দখলের চেষ্টা আসছিলেন। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) আবেয়া বেওয়ার আমনের খেত দখলের চেষ্টা চালান মফিজ উদ্দিন। ওই দিন দলবল নিয়ে তিনি আবেয়ার জমিতে গিয়ে আমনের চারা উপড়ে ফেলেন। এতে বাধা দিলে আবেয়াকে বেধম মারধর এবং কোদাল দিয়ে কুপিয়ে তাঁর মাথা রক্তাক্ত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে অভিযোগ দায়েরের পর থেকে পালিয়েছেন মফিজ উদ্দিন। সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে আজ শনিবার আবেয়া বেওয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাদের বাধা দিতে গেলে তারা আমাকে বেধড়ক মারধর করে। আমার মাথার চুল টেনে ধরে কাপড় ছিঁড়ে ফেলে, শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকি কোদাল দিয়ে মাথায় আঘাত করে আমাকে হত্যার চেষ্টা করে।’

আজ দুপুরে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button