শিরোনাম
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুদকপুরোনো গাড়ির মেয়াদ বাড়ানোর দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি‘প্রথমেই দেখি এক শিশুর ছিন্নভিন্ন দেহ’, এক শিক্ষার্থীর বয়ানে মাইলস্টোনের বিভীষিকাড. ইউনূসের মানহানি মামলা খারিজের রায় বহালদেশে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফায় ধসজোয়ারের পানিতে তলিয়ে গেছে কুতুবদিয়ার বিভিন্ন এলাকাঢাকার মাদ্রাসা-ই-আলিয়ায় অস্থায়ী আদালত অপসারণ ও হলের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদনাগরিক সেবা নিশ্চিতের লক্ষ্যে পাথরঘাটা পৌরসভা ঘেরাওপ্রথম শতভাগ কার্যকর এইচআইভির ওষুধ, অনুমোদন দিল যুক্তরাষ্ট্রকুপিয়ে স্বামীকে হত্যা, ভারতে পালানোর চেষ্টায় ছিলেন পাপিয়া

স্বামী-সন্তান রেখে অন্য সংসারে, ২ মাস পর ফিরেই খুন নারী

স্বামী-সন্তান রেখে অন্য সংসারে, ২ মাস পর ফিরেই খুন নারী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।  

নিহত নারী ঢাকার নবাবগঞ্জের মানিক গাজীর মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা যায়, মিজমিজি বাতানপাড়া এলাকায় একটি বাড়িতে বসবাস করতেন ইতি ও তাঁর স্বামী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে ঝামেলা চলছিল। গতকাল হঠাৎ তাদের বসতঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। পরে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে দেখতে পান ইতির লাশ মেঝেতে পড়ে আছে। পাশেই স্বামী বিল্লাল হোসেন বসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মৃত নারী স্বামী বিল্লাল হোসেন ও ৬ বছরের একটি সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে আরেকটি বিয়ে করেছিলেন। ইতি তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে দুই মাস সংসার করে দুই দিন আগে আবারও বিল্লালের ঘরে ফিরে আসেন। এর মধ্যে গতকাল মোবাইল ফোনে কথা বলা নিয়ে উভয়ের ঝগড়া হলে স্বামী বিল্লাল হোসেন রুটি তৈরির বেলন দিয়ে ইতির মাথায় আঘাত করেন। এতে ইতির মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button