শিরোনাম
গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তারসিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধারখাল দখলমুক্ত করার দাবি এলাকাবাসীরসোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল, ২৫টি বোয়িং কেনার প্রতিশ্রুতি দেবে সরকারবিশ্বজুড়ে মাইক্রোপ্লাস্টিক দূষণের ৪৫ শতাংশই আসে গাড়ি থেকেপেছনে গুলি, সামনে কাঁদানে গ্যাসশাকিবের ‘তাণ্ডব’ এবার আসছে ওটিটিতে২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুদকপুরোনো গাড়ির মেয়াদ বাড়ানোর দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি‘প্রথমেই দেখি এক শিশুর ছিন্নভিন্ন দেহ’, এক শিক্ষার্থীর বয়ানে মাইলস্টোনের বিভীষিকা

রূপগঞ্জে কারখানার ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

রূপগঞ্জে কারখানার ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল কারখানার ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার ভুলতা ইউনিয়নের বিক্রমপুর স্টিল কারখানায় এই ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনকে ভোররাতের দিকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে বেল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ ও রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

জানতে চাইলে কারখানার কর্মকর্তা আরিফ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে লোহা গলানোর সময় হঠাৎ ভাট্টির লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। এতে আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হন। দ্রুত তাঁদের উদ্ধার করে বার্ন ইউনিটে পাঠানো হয়।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘বিক্রমপুর স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁরা তিনজনই এখন চিকিৎসাধীন। প্রতিষ্ঠানটির অবহেলা রয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button