শিরোনাম
আবার নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা-কর্মী বহিষ্কারসিরাজদিখানে অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধারজুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু মাহমুদ চৌধুরীনিয়োগ-বাণিজ্যের টাকা উদ্ধারের নামে আত্মসাতের অভিযোগ চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধেউত্তরায় শর্তসাপেক্ষে উঠছে নিষেধাজ্ঞা, ফের শুটিং শুরুর ইঙ্গিতআমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি: নাহিদরামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তারমানব পাচারকারীদের মুখোশ উন্মোচন করবে ‘ফিল্ডস অব ফ্রিডম’কুবির স্বাস্থ্য খাতে মাথাপিছু বরাদ্দ সাড়ে ছয় টাকা

বাংলাদেশে স্বীকৃতি পেল ‘ই-স্পোর্টস’

বাংলাদেশে স্বীকৃতি পেল ‘ই-স্পোর্টস’

বিশ্বের বিভিন্ন দেশে ই-স্পোর্টস পেয়েছে পেশাদারত্বের ছোঁয়া। এবার বাংলাদেশেও স্বীকৃতি পেল খেলাটি। আজ ই-স্পোর্টসবিষয়ক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যেখানে আহ্বায়ক করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সাইফুল আলমকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক, সদস্য করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধিকে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গাইডলাইন অনুসরণে বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডারদের মতামত পর্যালোচনা করে খসড়া নীতিমালা প্রণয়ন, ই-স্পোর্টসসংক্রান্ত ওয়াচডগ হিসেবে কাজ করার লক্ষ্যে সরকারের নিকট প্রয়োজনীয় প্রস্তাব পেশ করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মতামতসহ সরকারি আইন ও বিধিবিধান, আদেশ, নির্দেশনা থাকলে তা পর্যালোচনা করবে কমিটি। ২১ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিও গেমের প্রতিযোগিতামূলক সংস্করণকে বলা হয় ই-স্পোর্টস। ইতিমধ্যে তা এশিয়ান গেমসে স্বীকৃতি পেয়েছে। চীনের হাংজুতে গত আসরে খেলাটির সাতটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিকেও যুক্ত করার উদ্যোগ চলছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button