শিরোনাম
শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ‘চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই’নির্বাচিত প্রতিনিধি না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে না: আমীর খসরুডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯স্কুলছাত্রীর আত্মহত্যা, বাবা-মায়ের বিরুদ্ধে মামলাগ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, এলাকাবাসীর বিক্ষোভশিশুকে কুপ্রস্তাব দেওয়ায় ভ্যানচালককে পুলিশে দিল জনতাজলবায়ু সংকটে মধ্যপ্রাচ্যে যেভাবে উদ্বাস্তু হচ্ছে লাখ লাখ মানুষ১০ ট্রাক অস্ত্র প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীগুলশানে সমন্বয়ক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে একটি গ্রুপ: পুলিশ প্রতিবেদন

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া শিক্ষা কর্মকর্তার শাস্তি বান্দরবানে বদলি

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া শিক্ষা কর্মকর্তার শাস্তি বান্দরবানে বদলি

মানিকগঞ্জের সিংগাইরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাঁকে পার্বত্য জেলা বান্দরবানে পাঠানো হয়েছে।

বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক। ১৫ জুলাই ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

ভুক্তভোগীর মা জানান, তাঁর মেয়ের মোবাইল ফোন নম্বরে ও মেসেঞ্জারে কুরুচিপূর্ণ বার্তা ও কুপ্রস্তাব পাঠিয়েছিলেন অভিযুক্ত কর্মকর্তা। এতে মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘অভিযোগটি আমরা প্রাথমিক তদন্তে সত্য বলে প্রমাণ পাই। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এরপর ২৩ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে (অভিযুক্ত) পার্বত্য জেলা বান্দরবানে শাস্তিমূলকভাবে বদলি করা হয়।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button