শিরোনাম
বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় মা-বাবার আত্মসমর্পণমাইনুল কবির নাইজেরিয়ায় হাইকমিশনার নিযুক্তগভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে: ড. ইউনূসযুগ্ম সচিব ধনঞ্জয় বরখাস্তউত্তরাধিকার নিয়ে ভাই-বোনের লড়াই—জানা গেল কেউই প্রকৃত সন্তান নয়নিউইয়র্কে সন্ত্রাসীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ছিলেন কুলাউড়ার গর্বকক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত আটক, অস্ত্র-গোলাবারুদ ও গ্রেনেড জব্দ৯০-এর গণ-অভ্যুত্থানের পরও দলগুলো ছাত্র-জনতার সঙ্গে প্রতারণা করেছিল: নাহিদআগস্টে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ছাড়াল ২০ হাজার, আরও এক মৃত্যু

আড়িয়ালে ভাসছিল নারীর লাশ, ব্যাগে মিলল হিন্দিতে লেখা চিরকুট

আড়িয়ালে ভাসছিল নারীর লাশ, ব্যাগে মিলল হিন্দিতে লেখা চিরকুট

বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে ভাসমান এক অজ্ঞাতনামা নারীর (২২) লাশ পাওয়া গেছে।

নৌ-পুলিশ আজ শুক্রবার সকাল ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের পাইকবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে। লাশের সঙ্গে থাকা ব্যাগে হিন্দি ভাষায় লেখা একটি চিরকুট পাওয়া গেছে। নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খন্দকার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে নদে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে জেলেরা ফাঁড়িতে সংবাদ দেন। সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের দেহ তল্লাশি করে সঙ্গে থাকা একটি ব্যাগে হিন্দি ভাষায় লেখা চিরকুট পাওয়া যায়। চিরকুটে ঠিকানা লেখা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসআই শফিকুল বলেন, লাশের পরিচয় শনাক্তের লক্ষ্যে বিভিন্ন থানা ও নৌ-ফাঁড়িতে সংবাদ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button