শিরোনাম

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, ব্যাগেজ স্ক্যানিংয়ে অতিরিক্ত মনোযোগ

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, ব্যাগেজ স্ক্যানিংয়ে অতিরিক্ত মনোযোগ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাসংক্রান্ত একটি পরিপূর্ণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে কয়েকটি অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে যাত্রী, কর্মরত সদস্য এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

নিরাপত্তাব্যবস্থার আওতায় এখন থেকে ভিআইপি ও ভিভিআইপিদের ব্যাগেজ স্ক্যানিং প্রক্রিয়ায় অতিরিক্ত মনোযোগ দেওয়া হচ্ছে। স্ক্যানিং প্রক্রিয়ায় কোনো ব্যতিক্রম লক্ষ করা গেলে, তাৎক্ষণিকভাবে ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ (হাই রিস্ক) ব্যাগেজ শনাক্ত হলে তা পুনরায় হাতে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, নিরাপত্তা তদারকির অংশ হিসেবে বিমানবন্দরে নিয়োজিত এভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং দেওয়া হচ্ছে। একই সঙ্গে সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষভাবে সতর্ক থেকে নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আগ্নেয়াস্ত্র বহনকারীদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে আগেভাগেই পূর্বানুমতির মাধ্যমে আগ্নেয়াস্ত্র বহনের তথ্য যাচাই ও রেকর্ড সংরক্ষণের প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা ভঙ্গ করার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক নির্দেশনা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলোর আলোকে আমরা নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সব ইউনিট সর্বদা সতর্ক রয়েছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button