শিরোনাম

সমাজসেবার মৌখিক পরীক্ষা ৯ জুলাই

সমাজসেবার মৌখিক পরীক্ষা ৯ জুলাই

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের পঞ্চম গ্রেডভুক্ত ‘সিস্টেম অ্যানালিস্ট’ পদে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২২ জন প্রার্থী অংশ নেবেন। এসব প্রার্থীর রোল নম্বর পিএসসির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষা আগামী ৯ জুলাই সকাল ১০টা থেকে আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করা আবেদনপত্রের কপি, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব মূল সনদ, চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল-স্বাক্ষরিত মূল ছাড়পত্র মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।

কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button