শিরোনাম
বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৬ জন১৮ বছরের সাজাপ্রাপ্ত বাউফলের যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তারব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫ বছর ধরে ‘চিফ মাউজারের’ দায়িত্ব পালন করছে যে বিড়ালসাকিব-নারাইনদের ছাপিয়ে নিজেকেই সেরা মানছেন রশিদ খান৬ পদে নিয়োগে ৪০ লাখ টাকার বাণিজ্যতারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক শিপুস্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধহাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধ উদ্ধার, স্ত্রী-সন্তানেরা আটকনদীগর্ভে বিলীন হচ্ছে কারামতিয়া কাজীরহাট সড়কসাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা, একজন গ্রেপ্তার

ভারতের পুনেতে সেতু ভেঙে নদীতে পড়ে নিহত ২, ভেসে গেছে অনেকে

ভারতের পুনেতে সেতু ভেঙে নদীতে পড়ে নিহত ২, ভেসে গেছে অনেকে

ভারতের মহারাষ্ট্রের পুনেতে নদীর ওপর সেতু ধসে অন্তত ২ জন নিহত হয়েছে। এ ছাড়া ভেসে গেছেন আরও অন্তত ৩২ জন। উদ্ধার হওয়া ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার পুনের ইন্দ্রায়ানী নদীর ওপর থাকা একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, পুনের ইন্দ্রায়ানী নদীর ওপর নির্মিত একটি সেতু ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ২ পর্যটকের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজনের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ৩২ জন আহত হয়েছেন এবং তারা সবাই ভেসে গেছেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক।

আজ রোববার কুন্দমালা এলাকায় এই ঘটনা ঘটে। কুন্দমালা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যেখানে বর্ষাকালে প্রচুর মানুষের সমাগম হয়। সেতু ধসের সময় বহু পর্যটক এর ওপর ছিলেন। সেতুটি ভেঙে পড়লে পর্যটকেরা বর্ষার পানিতে ফুলেফেঁপে ওঠা নদীতে পড়ে যান এবং কয়েকজন ভেসে গেছেন বলে জানা গেছে। পুলিশ ও দুর্যোগ ত্রাণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

ফড়নবিশ মারাঠি ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে লিখেছেন, ‘কিছু লোক ভেসে যাওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালানো হচ্ছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ অবিলম্বে ত্বরান্বিত করা হয়েছে।’

গত দুদিন এই এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। জানা গেছে,৪-৫ বছর আগে সংস্কার করা সেতুটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু অনেক পর্যটক সম্ভাব্য বিপদ সম্পর্কে অবগত ছিলেন না।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button