শিরোনাম
খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যাসাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশেচাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলিব‍্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার‘নোবেল ডিজিজ’ কী, অনেক নোবেল বিজয়ী এই ‘রোগে’ আক্রান্ত হন কেনকিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন: সাখাওয়াত হোসেনবিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ কেমন করলেন বাংলাদেশি দুই সাঁতারু‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’: হাসপাতাল ভাঙচুর, ফটকে তালাগাজায় খাদ্যের খোঁজে দুই দিনে প্রাণ গেল শতাধিক ফিলিস্তিনির: জাতিসংঘজুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে

ইরানের বন্দর আব্বাসে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দর আব্বাসে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাস ও রাজধানী তেহরানে ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ব্যাপক আকাশ প্রতিরক্ষা অভিযান চলছে।

শনিবার রাতে ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলি প্রক্সিমিটি মিসাইল (projectiles) বান্দার আব্বাস শহরের আকাশসীমায় প্রবেশ করলে সেখানে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম সক্রিয় হয়ে ওঠে।

একই সময়ে তেহরানের আকাশেও অ্যান্টি-এয়ারক্রাফট গানের গর্জন শোনা যায়, যেখানে ইসরায়েলি বাহিনী রাজধানী লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বন্দর আব্বাস হলো ইরানের অন্যতম কৌশলগত বন্দর ও পারস্য উপসাগরীয় নৌ-সামরিক ঘাঁটির কেন্দ্র। এটি ইরানের তেল রপ্তানি ও সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, যার ওপর হামলা ইরানের আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে বিবেচিত।

এই হামলা ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার সর্বশেষ সংযোজন। এর আগে ইসরায়েল নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র, দক্ষিণ পারস গ্যাসক্ষেত্র এবং সামরিক গুদাম লক্ষ্য করে একাধিক হামলা চালায়, যেখানে বহু সেনা সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন।

এখন পর্যন্ত ইরান জানিয়েছে, এক ঘণ্টার ব্যবধানে ১০টি ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এরই মধ্যে ইসরায়েলের বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে এবং ইরানও বেশ কয়েকটি জ্বালানি ও গ্যাস স্থাপনার উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছে।

চীন, রাশিয়া ও তুরস্ক এই হামলাগুলোর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই উত্তেজনার জন্য বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button