শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

এসএসসি কেন্দ্রের শ্রেণিকক্ষে আগুন, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এসএসসি কেন্দ্রের শ্রেণিকক্ষে আগুন, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ক্রাইম জোন ২৪।। ঠাকুরগাঁও জেলার কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষাকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে এতে কোনো পরীক্ষার্থীর ক্ষয়ক্ষতি না হলেও চারটি শ্রেণিকক্ষ পুড়ে গেছে এবং প্রায় সাত লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের মূল ফটকের পাশে অবস্থিত কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভবনের কয়েকটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে চারটি শ্রেণিকক্ষ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন ক্রাইম জোন ২৪-কে জানান, বর্তমানে চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে স্কুলটি। তবে আগুন লাগার ঘটনাটি পরীক্ষার্থীদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না। আগুনে যে কক্ষগুলো পুড়ে গেছে, সেগুলোতে পরীক্ষার কোনো সিট প্ল্যান ছিল না। ফলে পূর্বের সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রতিষ্ঠানটির অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম ক্রাইম জোন ২৪-কে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরেছে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button