শিরোনাম

বরিশালে মাহিলাড়ায় ১৩ লিটার চোলাই মদসহ যুবক আটক

বরিশালে মাহিলাড়ায় ১৩ লিটার চোলাই মদসহ যুবক আটক

ক্রাইম জোন ২৪।। বরিশালের গৌরনদীতে ১৩ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) সকালে মাহিলাড়া বাজারে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত ব্যক্তি হলেন—জহির হাওলাদার (৪০), তিনি মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের বাসিন্দা এবং আব্দুল জব্বার হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, বাঘার গ্রামের মদ বিক্রেতা খোকন দেওয়ানের কাছ থেকে ১৩ লিটার চোলাই মদ সংগ্রহ করে ভ্যানযোগে বাজারে নিয়ে যাচ্ছিলেন জহির। তখন তাকে আটক করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে। জহির হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button