ঈদযাত্রা স্বাভাবিক রাখতে বরিশালে বিআরটিএ ও প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান


ক্রাইম জোন ২৪।। ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বরিশালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসন।
২৮ মার্চ ২০২৫, বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও যানবাহনের বৈধ কাগজপত্র নিশ্চিত করতে বরিশাল সার্কেল ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে যাত্রীদের হয়রানি রোধ, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং যানবাহনের আইনগত দিক পর্যবেক্ষণের জন্য এই অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।