শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

ক্রাইম জোন ২৪।। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাবি ক্যাম্পাসে এই বিক্ষোভ শুরু হয়।

মিছিলটি হল পাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এরপর ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির বিরুদ্ধে গণহত্যার বিচার দাবিতে শুক্রবার বিকেল তিনটায় রাজু ভাস্কর্যে বড় পরিসরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—
“ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না”,
“আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে”,
“সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে”,
“আওয়ামী লীগের চামড়া, তুলে নেব আমরা” ইত্যাদি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাইয়ের গণআন্দোলনে হাজার হাজার মানুষ আহত ও নিহত হলেও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো উদ্যোগ নেয়নি, যা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

ঢাবির শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন,
“যে বাংলায় আবু সাঈদ, ওয়াসিমসহ হাজারো ভাই শহীদ হয়েছে, সে বাংলায় আওয়ামী লীগ থাকতে পারবে না। ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এখন যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে আমরা তা কিছুতেই মেনে নেব না।”

তিনি আরও বলেন,
“আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা মানে গণহত্যাকারীদের রক্ষা করা। অন্তর্বর্তী সরকার যদি দলটিকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, তাহলে ছাত্রসমাজ রাজপথে চূড়ান্ত আন্দোলনে যাবে।”

ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন,
“ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশে আওয়ামী লীগ থাকবে নাকি ছাত্রসমাজ থাকবে, সেটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন,
“প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা ক্ষুব্ধ। যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তার বিরুদ্ধেও আমাদের অবস্থান কঠোর হবে। শহীদের রক্তের সাথে কোনো বিশ্বাসঘাতকতা আমরা মেনে নেব না।”

শিক্ষার্থীরা শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আরও বড় পরিসরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। তারা দাবি করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় রাজপথে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

ক্রাইম জোন ২৪ | সর্বশেষ সংবাদ ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

আরও দেখান
Back to top button