বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা


ক্রাইম জোন ২৪।। বরিশালের এয়ারপোর্ট থানাধীন কাশীপুর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। তালুকদার বিজনেস সেন্টার এন্ড আমান কম্পিউটার নামের দোকানে চুরির ঘটনা ঘটে, যার পর দোকানের মালিক মো. আমান উল্লাহ এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
১৮ মার্চ রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাত চোর দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং প্রায় ১,০০,০০০ টাকা নগদ ও বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক জানান, তার দোকানে বিকাশ, নগদ, রকেটের এজেন্ট হিসেবেও ক্যাশ লেনদেন হতো, ফলে সাধারণত বেশি নগদ টাকা দোকানে থাকত।
চুরির ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়, যেখানে এক ব্যক্তি মুখ ঢেকে দোকানে প্রবেশ করে চুরি সংঘটিত করতে দেখা যায়। তবে চোরের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।
এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
চুরির এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন।