জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থী বহিষ্কার


ক্রাইম জোন ২৪।। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এসব শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরিতে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা ক্রাইম জোন ২৪-কে জানান, “আমরা বিশৃঙ্খলায় জড়িতদের শনাক্ত করেছি এবং সাময়িক বহিষ্কার করেছি। তদন্ত কমিটি আরও বিশদভাবে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে।”
এদিকে বহিষ্কৃত শিক্ষার্থীদের অনেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়েছে এবং অনেকেই বিচার দাবি করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।
বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষায়…