শিরোনাম

আরব বিশ্বে ১ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান

আরব বিশ্বে ১ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান

ক্রাইম জোন ২৪।। মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, “আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিছু এলাকায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। যদি চাঁদ দেখা যায়, তাহলে ১ মার্চ থেকে রোজা শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলে ২ মার্চ থেকে রমজান মাস গণনা করা হবে।”

আরবি ক্যালেন্ডারের নবম মাস রমজান, যা চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়। এ মাসে বিশ্বের কোটি কোটি মুসলমান রোজা পালন করেন এবং বেশি বেশি ইবাদতে সময় ব্যয় করেন।

সাধারণত, রমজান মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। এবার যদি ১ মার্চ থেকে রোজা শুরু হয়, তবে রমজানের শেষ দিন হতে পারে ২৯ অথবা ৩০ মার্চ।

সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজার সময় হবে ১৪ ঘণ্টা ১৩ মিনিট এবং সময় বাড়তে বাড়তে শেষ রোজার সময় হবে ১৪ ঘণ্টা ৫৫ মিনিট।গত ৯ ফেব্রুয়ারি সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, “২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে চাঁদ দেখা গেলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে এবং এটি ২৯ দিনে সম্পন্ন হবে। সে হিসেবে ঈদুল ফিতর ৩০ মার্চ উদযাপিত হবে।”

তবে সৌদি সুপ্রিম কোর্ট চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণা দেবে।

রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীরা সিয়াম সাধনার পাশাপাশি দান-সদকা ও ইবাদত বাড়িয়ে দেন। এটি আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের মাস হিসেবে বিবেচিত হয়।

রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ধর্মীয় কর্তৃপক্ষ ও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নজর রাখা হচ্ছে।

পবিত্র রমজানের সঠিক তারিখ ও অন্যান্য তথ্য জানতে ক্রাইম জোন ২৪-এর সঙ্গে থাকুন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button