শিরোনাম

সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন বিদ্যা সিনহা মিম

সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন বিদ্যা সিনহা মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও দারুণ সক্রিয়। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশের পর থেকে তিনি একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের রয়েছে লাখো ভক্ত-অনুরাগী। নিয়মিতই তিনি কাজ ও ব্যক্তিগত মুহূর্তের আপডেট শেয়ার করেন ফেসবুক-ইনস্টাগ্রামে।

সম্প্রতি স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে মালদ্বীপে সময় কাটাচ্ছেন মিম। ভালোবাসা দিবস উদযাপন করতে দুজনই সেখানে উড়াল দেন। সমুদ্র সৈকতের মোহনীয় পরিবেশে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করেছেন তারা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মিম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে সমুদ্রের ধারে কমলা রঙের বিকিনিতে তাকে দেখা গেছে। এই পোস্টের পরই ভক্তদের প্রশংসায় ভেসে যাচ্ছেন তিনি। কেউ তাকে ‘ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ প্রশংসা করেছেন তার সাহসী উপস্থিতির।

প্রসঙ্গত, হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন মিম। এরপর থেকে নাটক ও চলচ্চিত্রে দারুণ সফলতা অর্জন করেন তিনি। অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button