শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

গাজীপুরে আহতদের দেখতে হাসপাতালে সারজিস ও হাসনাত

বিক্ষোভ সমাবেশের ঘোষণা

গাজীপুরে আহতদের দেখতে হাসপাতালে সারজিস ও হাসনাত

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলায় আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার দিবাগত রাত ৩টায় তারা শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন।

এদিকে, এই হামলার প্রতিবাদে আজ গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই অভিযোগের সূত্র ধরে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতাকর্মীরা জানান, হামলার শিকার শিক্ষার্থীদের বেশিরভাগকেই শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাদের দেখতে আসেন এবং আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তারা আরও জানান, ধানমন্ডিতে ভাঙচুরের ঘটনা কেন্দ্র করে গাজীপুরেও উত্তেজনা সৃষ্টি হয়। সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, কোথাও কোনো ধরনের হামলা বা ভাঙচুর হলে যেন তাদের জানানো হয়। শুক্রবার রাতে খবর আসে যে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট চলছে। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা প্রতিহত করতে গেলে হামলার শিকার হন।

এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, লুটপাটের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই, মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষ জড়ো হয়েছে, যাদের হাতে ছিল রামদা ও অন্যান্য দেশীয় অস্ত্র। আমাদের দলটির ১৫-১৬ জন শিক্ষার্থীকে বাসার ছাদে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় এবং কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আরও শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও মারধর করা হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় সকাল ১০টা পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ গাজীপুরের রাজবাড়ি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button