পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীকে মারধর


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১১তম ব্যাচের ছাত্র। অভিযুক্ত ব্যক্তির নাম মিঠু, যিনি স্থানীয় বাসিন্দা এবং একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন। অভিযোগে বলা হয়েছে, যথাযথ সম্মান না করার অভিযোগ তুলে মিঠু ওই শিক্ষার্থীর গালে চড় মারেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠি নিয়ে চড়াও হন।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিকেলে তারা উপজেলা চত্বর অভিমুখে বিক্ষোভ মিছিল করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বিষয়টি অবহিত করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ঘেরাও করে বিচারের দাবি জানান। ইউএনও বাসভবনে উপস্থিত না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সনজিত ঘটনাস্থলে আসেন। আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি দোষীর বিরুদ্ধে তদন্তের আশ্বাস দেন। পুলিশের একটি দল অভিযুক্ত মিঠুর বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের মধ্যে একজন জানান, তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, তার নিশ্চয়তা দাবি করেন। অন্য শিক্ষার্থীরা বলেন, বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তুচ্ছ কারণে অভিযুক্ত ব্যক্তি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তিনি চান, সকল শিক্ষার্থীর সামনে অভিযুক্ত ব্যক্তি ক্ষমা চাইবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, শিক্ষার্থীদের দাবির মুখে অভিযুক্ত ব্যক্তির পরিবার ক্ষমা চেয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি এখনো সামনে আসেননি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।