শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও শিশু পার্ক ভাঙচুর, শহরে উত্তেজনা

বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও শিশু পার্ক ভাঙচুর, শহরে উত্তেজনা

বরিশাল প্রেস ক্লাবের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং সড়কের পাশে নির্মিত একটি শিশু পার্ক দ্বিতীয় দফায় ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে একদল লোক এ ভাঙচুর চালায়। তবে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম সাহেদ দাবি করেন, মহাসড়ক দখল করে পার্কটি নির্মাণ করা হয়েছিল, যা যান চলাচলে বাধা সৃষ্টি করছিল। এছাড়া, এটি ‘ফ্যাসিবাদের চিহ্ন’ বলে দাবি করে তারা এ ভাঙচুর চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে, গত ৫ আগস্টও একই ভাস্কর্যে ভাঙচুর চালানো হয়েছিল। এরপর আন্দোলনকারীরা বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে প্রয়াত সাহান আরা বেগমের নামে নির্মিত পার্কটি ভাঙচুর করে।

এদিকে, ঘটনার আগেই বরিশাল সড়ক বিভাগ পার্কটি ভেঙে ফেলার জন্য দরপত্র আহ্বান করেছিল।

এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর কালিবাড়ি সড়কে আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর বাসভবন ‘সেরনিয়াবাত ভবন’ ভাঙচুর করা হয়। রাত ২টার দিকে নগরীর বগুড়া সড়কে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ‘হোয়াইট হাউস’ আংশিক ধ্বংস করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের সময় কিছু লোক বাসার মালামাল বের করে অগ্নিসংযোগ করে। তবে কিছু ব্যক্তি মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্র-জনতা বাধা দেয়।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট একই দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button