শিরোনাম

মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরীর সন্ধান

প্রেমঘটিত ঘটনায় জড়িত

মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরীর সন্ধান

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছর বয়সী কিশোরীর সন্ধান মিলেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এটি প্রেমঘটিত ঘটনা। ওই কিশোরী নওগাঁর এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে যেতে দেখা যায়।

পুলিশ জানায়, নওগাঁর ওই যুবকের বাড়িতে কিশোরীর সন্ধান পাওয়া গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আবার বের হয়ে যায়।

এডিসি জুয়েল রানা বলেন, “আমরা মেয়ের ও ছেলের অবস্থান ট্র্যাক করতে পেরেছি। তবে এখনও পর্যন্ত মেয়ে আমাদের হাতে আসেনি। ছেলের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, মেয়ে সকালে তাদের বাসায় ছিল, পরে আবার বের হয়ে গেছে।”

এ ঘটনায় কিশোরীর পরিবারের অসহযোগিতার অভিযোগ করেন তিনি। বলেন, “পুলিশের অসংখ্য টিম নিরলসভাবে কাজ করছে, কিন্তু দুঃখজনকভাবে মেয়ের পরিবার ছেলের পরিবারকে বলছে যেন পুলিশকে হস্তান্তর না করা হয়।”

পুলিশ কিশোরীকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button