চিটাগংকে উড়িয়ে বিপিএলের ফাইনালে বরিশাল


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে উঠেছে বর্তমান শিরোপাজয়ী ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দ্বিতীয় শিরোপার জন্য লড়বে দলটি। তবে বরিশালের কাছে হারলেও এখনো ফাইনালে উঠার সুযোগ রয়েছে চিটাগং কিংসের। বুধবার (৫ ফেব্রুয়ারি) এলিমিনেটর রাউন্ডে জেতা খুলনা টাইগার্সকে হারাতে পারলেই ফাইনালে জায়গা করে নিতে পারবে চিটাগং।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে চিটাগং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৪৯ রান। জবাবে ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বরিশাল।
বরিশালের জয়ের নায়ক পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি। ৫ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে চারটিই নেন এক ওভারে। ব্যাট হাতে তাওহীদ হৃদয় ছিলেন দুর্দান্ত। লম্বা সময় রান খরায় ভুগলেও আজ ফিরেছেন দারুণ ছন্দে। ওপেনিংয়ে তামিমের সঙ্গে দলীয় ৫৫ রানের জুটি গড়েন তিনি। তামিম আউট হওয়ার পর ইংলিশ ব্যাটার ডেভিড মালানের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন হৃদয়। ৫৬ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ফাইনালে তোলেন তিনি।
এর আগে চিটাগংয়ের ইনিংসে শামীম পাটোয়ারী একাই লড়াই চালিয়ে যান। একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও ৪৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় ক্যারিয়ারসেরা ৭৯ রান করেন বাঁহাতি এই ব্যাটার। তবে দলকে জেতাতে পারেননি তিনি।