শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশালে রাজা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশালে রাজা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের পূর্ব হিজলতলা এলাকায় লাউ গাছ নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক খান ওরফে রাজা খান হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীরহাট (হিজলতলা) এলাকায় আসামিদের ফাঁসির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদী ফয়জুন্নেসা বেগমকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন এবং তার কলেজপড়ুয়া মেয়েকে হত্যার হুমকি দিচ্ছেন।

গত ২৪ জানুয়ারি বিকেলে বাদীর বসতবাড়ির সামনে রাজা খানকে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় ওই দিনই বন্দর থানায় মামলা দায়ের করা হয়।

হত্যা মামলার ১ নম্বর আসামি রিফাত হোসেন কারাগারে থাকলেও ৩ নম্বর আসামি কামাল হোসেন খান ও ৫ নম্বর আসামি জালাল হাওলাদার জামিনে মুক্তি পেয়ে বাদীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতের চাচাতো ভাই অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আব্দুল মান্নান খান বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন আসামিরা নিজেদের ঘর ভেঙে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ষড়যন্ত্র করছে।’

নিহতের মেয়ে মিতু আক্তার জানান, ‘আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন মামলার খরচ বাবদ দুই লাখ টাকা দাবি করা হচ্ছে এবং মামলা তুলে না নিলে আমাকে কলেজ থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button