বরিশালে প্রেমিকার বাড়িতে প্রেমিকের বিষপানে অনশন


বরিশালের আগৈলঝাড়ায় এক মরিশাস প্রবাসী প্রেমিক প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে ৯ ঘণ্টা অনশন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমিকার আইডি ব্লক করার পর এই ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের প্রবাসী শিশির ঢালী এবং গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের তন্নী বালার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি তন্নী প্রেমিকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
শিশির প্রেমিকার বাড়িতে গিয়ে বিষের বোতল হাতে বিয়ের দাবিতে শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অনশন শুরু করেন। ৯ ঘণ্টা পর স্থানীয় ইউপি সদস্য এবং পুলিশ পরিবারের সম্মতিতে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।
এদিকে, তন্নী বালা প্রেমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করে বলেন, “শিশিরকে কখনো বিয়ের প্রস্তাব দিইনি।” তন্নী আত্মহত্যার হুমকি দেয়ার কথাও জানিয়েছেন। তবে শিশির তার প্রেমিকা তন্নীকে বিয়ে না করলে বিষপানে আত্মহত্যার হুমকি দেন।
অভিযুক্ত প্রবাসী শিশিরের ঘটনাস্থলে আসার পর, আগৈলঝাড়া থানার পুলিশ পরিস্থিতি শান্ত করতে ভূমিকা নেয়।