বরিশাল নগরীতে যানজট, জনদুর্ভোগ চরমে


বরিশাল নগরীতে যানজট ক্রমশই সাধারণ মানুষের জন্য প্রধান সমস্যায় পরিণত হয়েছে। প্রতিদিন কর্মব্যস্ত সময়ে সড়কে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় নাগরিকদের। যানজটের মূল কারণ হিসেবে উঠে আসছে সড়কের অনিয়মিত ব্যবস্থাপনা, যত্রতত্র পার্কিং এবং অতিরিক্ত অটোরিকশা ও ইজিবাইকের চলাচল।
কাকলীর মোড়, গীর্জামহল্লা, জেলখানার মোড়, নতুনবাজার, নথুল্লাবাদ, হাতেমআলী চৌমাথা, পোর্টরোড, বটতলা, লঞ্চঘাট, সাগরদী ব্রিজ এবং রুপাতলী এলাকায় যানজটের প্রকোপ সবচেয়ে বেশি। সঠিক পার্কিং ব্যবস্থা ও ট্রাফিক আইনের অভাব এই সমস্যাকে আরও জটিল করে তুলছে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, চালকদের নিয়ম মানার বিষয়ে সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করছেন। নগরীর বাস টার্মিনালগুলোর অব্যবস্থাপনা এবং সড়কে বড় বাস পার্কিংও যানজট সৃষ্টির অন্যতম কারণ।
এ বিষয়ে ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নগরবাসী যানজট নিরসনে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।