ভুলে শিশুর ডান চোখে অপারেশন, বিচারের দাবি পরিবারের


রাজধানীর ধানমন্ডি আই হসপিটালের এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল করে দেড় বছর বয়সী শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার বিকেলে ঘটে।
শিশুটির পরিবারের দাবি, শিশুটির বাম চোখে সমস্যা থাকায় চিকিৎসকের পরামর্শে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর তারা দেখেন, অপারেশন করা হয়েছে ডান চোখে। বিষয়টি জানালে চিকিৎসক দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন।
শিশুটির বাবা বলেন, “এটি বড় কোনো অপারেশন হলে আমাদের সন্তানের জীবন নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, হাসপাতালের প্রধান নির্বাহী জানিয়েছেন, ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।