শিরোনাম

নীলফামারীতে কনসার্ট পুলিশি হস্তক্ষেপে বন্ধ, উত্তেজনা নিরসন

নীলফামারীতে কনসার্ট পুলিশি হস্তক্ষেপে বন্ধ, উত্তেজনা নিরসন

নীলফামারীর সদর উপজেলার চাপড়া ইউনিয়নে আয়োজিত একটি কনসার্ট পুলিশি হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে। রোববার রাত ৯টায় বাবরিজার উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোরদের উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি স্থানীয় জামায়াত সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়।

জানা গেছে, কনসার্টটি স্থানীয় কিশোরদের উদ্যোগে আয়োজিত হলেও বিএনপি নেতাকর্মীরা সহযোগিতা করছিলেন। তবে বিদ্যালয়ের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় এটি স্থানীয়দের অনুভূতিতে আঘাত করে। চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম লালন কনসার্ট বন্ধের পক্ষে অবস্থান নেন।

পরবর্তীতে স্থানীয় পুলিশ প্রশাসন উভয় পক্ষকে সমঝোতায় আনতে কনসার্ট বন্ধ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button