শিরোনাম

কণ্ঠশিল্পী পড়শী এবার নাটক প্রযোজনায়

কণ্ঠশিল্পী পড়শী এবার নাটক প্রযোজনায়

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী গানের পাশাপাশি অভিনয়ে নিয়মিত হয়েছেন এবং এখন আরও একধাপ এগিয়ে নাটক প্রযোজনায় নামছেন। ভালোবাসা দিবসে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমির তিনটি নাটকে তাকে অভিনয় করতে দেখা যাবে। নাটকগুলোতে তার জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও জোভান।

রোজার ঈদে নিজের প্রযোজনায় নাটক আনতে যাচ্ছেন পড়শী। বর্তমানে চলছে নাটকের গল্প লেখার কাজ, আর পরিচালনায় থাকবেন মহিদুল মহিম।

কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী

পড়শী জানান, “এ বছর থেকে নিয়মিত নাটক প্রযোজনার পরিকল্পনা করেছি। আমার ইউটিউব চ্যানেলেই নাটকগুলো প্রকাশ করব। গল্প থেকে শুরু করে সহশিল্পী ও পরিচালকের নির্বাচন—সবকিছু আমার পছন্দ অনুযায়ী হবে। আশা করছি, দর্শকদের ভালো মানের নাটক উপহার দিতে পারব।”

এ উদ্যোগে তার ভাই সাক্ষরও তত্ত্বাবধানে থাকবেন। পড়শী বলেন, “অভিনয়ের ক্ষেত্রে অনেক সময় পাণ্ডুলিপি বা সহশিল্পী পছন্দ না হলেও কাজ করতে হয়। কিন্তু প্রযোজক হিসেবে আমি আমার পছন্দমতো নাটক তৈরি করতে পারব।”

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button