শিরোনাম
ভোটের মাঠে পুলিশ-আর্মি যথেষ্ঠ নয়, স্কুলছাত্রদেরও চান এবি পার্টির চেয়ারম্যানস্থগিত হওয়া মনোনয়নপত্র বিতরণ রোববার থেকে শুরুএকই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, আহত ৬বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি বরিশাল জেলা শাখা কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠানবাস্তবায়ন না হলে বিসিবির ‘শেয়ার-কেয়ারে’ সুফল আসবে না: মুশফিকবুড়িগঙ্গার তীর থেকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি উচ্ছেদভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বরশ্রীবরদীতে ধানখেত থেকে কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধারঅস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে আইসিসিতে সিংহাসন ফিরে পেলেন মহারাজভোটার তালিকা চূড়ান্ত, মনোনয়ন বিতরণে হোঁচট

বরিশালে ধর্ষণ মামলা, প্রধান আসামি আহাদ এখনও পলাতক

বরিশালে ধর্ষণ মামলা, প্রধান আসামি আহাদ এখনও পলাতক

বরিশালের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি আহাদ (৪০) দীর্ঘদিন পলাতক রয়েছেন। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এখন পর্যন্ত তাকে আটক করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ২০২৩ সালের রাতে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আহাদ ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ভুক্তভোগী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ২৪/১২/২০২৩।

বাদীর অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাতে অভিযুক্ত আহাদ কৌশলে বাসায় প্রবেশ করে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করে। ভুক্তভোগী জানান, তিনি প্রতিরোধের চেষ্টা করলেও আহাদ জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এ সময় আসামি নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে থানায় মামলা রুজু হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আহাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। তার প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় সে দ্বিতীয় বিয়ে করে। ব্যক্তিগত জীবনে একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর থেকেই আহাদ এলাকায় আত্মগোপনে আছে। পরে খবর পাওয়া যায়, সে ঢাকায় পালিয়ে যায় এবং সেখানেই অবস্থান করছে। তবে এতদিনেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

ভুক্তভোগী পরিবারের দাবি, আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হোক। তারা বলেন, “আমরা ন্যায়বিচার চাই। কিন্তু আসামি এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় আছি।”

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে দীর্ঘদিন আত্মগোপনে থাকার কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button